Thursday, January 26, 2017

Microsoft Excel Programm এ Cell ঠিক রেখে Cell এর যাবতীঢ তথ্য Hide (লুকানো ) করার Exception Rule


এক্সেলে কোন সেলে তথ্য লিখে তা লুকিয়ে রাখা যায় অর্থাr উক্ত সেলের তথ্য এবং তথ্যগত সকল কাজ চলবে কিন্তু সেল দেখতে খালি মনে হবে| সেলের তথ্য লুকাতে হলে উক্ত সেল (গুলো) সিলেক্ট করে মাউসের ডান বান ক্লিক করুন। তারপর Format Cells… - ক্লিক করুন| 


এবার Number ট্যাব এর Category থেকে Custom সিলেক্ট করুন এবং Type ইনপুট বক্সে অংশে ;;; (তিনটি সেমিকোলন) লিখে Ok করুন| তাহলে উক্ত সেল (গুলো) এর তথ্য দেখা যাবে না|


 আগের অবস্থায় ফিরিয়ে আনতে হলে Type ইনপুট বক্সে অংশের ;;; মুছে দিলেই হবে|




শহর সমাজসেবা কার্যালয়ে কম্পিউটার কোর্সে ভর্তি চলিতেছে

কম্পিউটার অফিস এ্যাপ্লিকেশন: 6 মাস মেয়াদী কোর্স ফি মোট- 2500/- গ্রাফিক্স ডিজাইন এন্ডা আউটসোর্সিং 6 মাস মেয়াদী: কোর্স ফি মোট- 2000/- ড্র...