Wednesday, February 8, 2017

Keyboard দিয়েই Bangla, English Font পরিবর্তন করুন


যাদের অনেক বেশী টাইপের কাজ করতে হয় তাদের বার বার মাউস দিয়ে ইংরেজী থেকে বাংলা, বাংলা থেকে ইংরেজী পরিবর্তন করতে বেশ সময় নষ্ট হয়, যেমন যারা ইংরেজী গ্রামার বই লিখেন তারা এর কষ্ট খুব ভাল বুঝবেন। যদি কী-বোর্ড দিয়েই বাংলা ও ইংরেজী ফন্ট পরিবর্তন করা যায় তাহলে টাইপের কাজটি খুবই দ্রুত হয়।


Keyboard দিয়েই Bangla, English Font পরিবর্তন ধাপ গুলি হল:

Office button/File >Word option/Options>Customize>Customize


চিত্র: 01

চিত্র: 02


এবার Categorize Keyboard ডায়ালগ বক্স এর 
Category থেকে Fonts সিলেক্ট করুন এবং Fonts বক্স থেকে  যে ফন্টটি কী-বোর্ড  থেকে পরিবর্তন করতে চাই সেটা নির্বাচন করুন
যেমন: Sutonny MJ (একটি বাংলা ফন্ট)

এবার Press New Shortcut Key ঘরে টাইপ করুন আপনার কাংখিত কী-বোর্ড শর্টকাট কী-টি যেমন: F10 (এখানে Sutonny MJ ফন্ট আনার জন্য এই কী-বোর্ড শর্টকাট ব্যবহার করা হয়েছে।)
তারপর নিচের Assign বাটমে ক্লীক করুন।



একই নিয়মে আবার পরবর্তী যে ফন্টটি কী-বোর্ড থেকে শর্টকাট করবো সেটা Fonts বক্স থেকে সিলেক্ট করুন  এবং আবার Press New Shortcut Key ঘরে টাইপ করুন আপনার কাংখিত কী-বোর্ড শর্টকাট কী-টি যেমন: F11 (এখানে Tohamo ইংরেজী ফন্ট আনার জন্য এই কী-বোর্ড শর্টকাট ব্যবহার করা হয়েছে।) 
তারপর নিচের Assign বাটমে ক্লীক করুন।>Close> OK বাটমে ক্লিক করে বের হয়ে আসুন।

এবার যদি বাংলা টাইপ করতে চাইন তাহলে প্রেথমে কী-বোর্ড থেকে বিজয় সফটওয়ার পরিবর্তন
করুন Ctrl+Alt+B চেপে অথ্যাৎ বিজয় সফটওয়ার আইকনটি এখন দেখাবে 
এই রকম, এবং কী-বোর্ড  থেকে F10 চাপুন। তাহলে বাংলা লেখা সঠিক ভাবে হবে।

আবার যদি ইংরেজি লিখতে চান তাহলে কী-বোর্ড থেকে আবার Ctrl+Alt+B চাপুন অথ্যাৎ বিজয় সফটওয়ার আইকনটি এখন দেখাবে 


এই রকম, এবং  কী-বোর্ড  থেকে F11 চাপুন। তাহলে ইংরেজী লেখা সঠিক ভাবে হবে।



বি:দ্র: যদি যাবতীয় প্রসেসটি মুছে ফেলতে চাই তাহলে Categorize Keyboard ডায়ালগ বক্স এর Reset বাটমে ক্লিক করুন।




No comments:

শহর সমাজসেবা কার্যালয়ে কম্পিউটার কোর্সে ভর্তি চলিতেছে

কম্পিউটার অফিস এ্যাপ্লিকেশন: 6 মাস মেয়াদী কোর্স ফি মোট- 2500/- গ্রাফিক্স ডিজাইন এন্ডা আউটসোর্সিং 6 মাস মেয়াদী: কোর্স ফি মোট- 2000/- ড্র...