Thursday, January 26, 2017

যে কোন ডকুমেন্ট A4 কাগজে দুই ভাজ করে বইয়ের মত উভর পার্শ্বে প্রিন্ট করার নিয়ম

প্রথম ডকুমেন্ট ওপেন করে File>Page Setup থেকে পেজের মার্জিন নির্ধারন করুন এবং Orientation  হতে Landscape সিলেক্ট করুন।

  • Multiple Pages: থেকে 2 pages per sheet সিলেক্ট করুন। paper থেকে A4 select করুন।
  •  insert>page number থেকে page number দিন। 

আপনার ডকুমেন্ট যতই বড় হোক না কেন তাকে ৪ দিয়ে ভাগ করে, এক সেটে যত নাম্বার পেজ পযন্ত রাখতে চান তা আগে থেকেই মনে মনে ঠিক করুন। (আমি এখানে এক সেট অথ্যাৎ ৪x৮=৩২ পেজ রাখতে চাচ্ছি) এই সেটে আমার  প্রথম পেজ নাম্বার হল ১ এবং শেষ পেজ নাম্বার হল ৩২


প্রিন্ট করা: 
File>Print কমান্ড দিন তাহলে নিচের মত প্রিন্ট ডায়ালগ বক্স আসবে। 




এখান থেকে Pages: ঘরে প্রথমে সবশের্ষ পেজ নাম্বার এবং তারপর কমা দিয়ে প্রথম পেজ নাম্বার দিয়ে Ok বাটমে ক্লিক করুন।  (যেমন: ৩২,১)
  •  তাহলে পেজের এক সাইট প্রিন্ট হয়ে। 
  • এবার প্রিন্টারে পেজ উল্টিয়ে দিয়ে আবার File>Print  কমান্ড দিন
এবার এখানে Pages: ঘরে প্রথমে দ্বিতীয়-২ পেজ নাম্বার এবং তারপর কমা দিয়ে ৩১ পেজ নাম্বার দিয়ে  Ok বাটমে ক্লিক করুন।  (যেমন: ২,৩১) তাহলে পেজটি ভাজ করলে পেজের অর্ধেকে ১ ও ২ এবং অন্য অর্ধেকে ৩১,৩২ নাম্বার পেজ প্রিন্ট হবে।
 


এভাবে পর্যায়ক্রমে শেষ ও প্রথম এবং আবার পেজ উল্টিয়ে দিয়ে প্রথম ও শেষ পেজ প্রিন্ট দিতে হবে। যেমন:

 ৩২,১ / ২,৩১
 ৩০,৩  / ৪,২৯ 
২৮,৫  /  ৬,২৭



শহর সমাজসেবা কার্যালয়ে কম্পিউটার কোর্সে ভর্তি চলিতেছে

কম্পিউটার অফিস এ্যাপ্লিকেশন: 6 মাস মেয়াদী কোর্স ফি মোট- 2500/- গ্রাফিক্স ডিজাইন এন্ডা আউটসোর্সিং 6 মাস মেয়াদী: কোর্স ফি মোট- 2000/- ড্র...